হাসপাতাল থেকে কবীর সুমন: চিন্তা করবেন না

বয়স চলছে ৭৫ বছর। স্বাভাবিক নিয়মেই শরীরে নানান জটিলতার আনাগোনা। তবু সেসবকে বৃদ্ধাঙুল দেখিয়ে এখনও নিয়মিত গান করে যাচ্ছেন বাংলার নন্দিত গানওয়ালা কবীর সুমন। বিশেষ করে বাংলা খেয়াল সৃষ্টি ও প্রতিষ্ঠায় ডুবে আছেন ক’বছর ধরে।

এই সুরময় জীবনে কিছুটা ছন্দপতন হলো। কারণ ওই শারীরিক জটিলতা। সোমবার (২৯ জানুয়ারি) কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করানো হয়েছে সুমনকে। কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে, অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে শিল্পীকে।

কবীর সুমনের বুকে সংক্রমণ ও হৃদযন্ত্রের কিছু সমস্যা রয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) তীব্র শ্বাসকষ্ট শুরু হলে দুপুর তিনটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছেন কবীর সুমন। যে অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, এখন তার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে হাসপাতালের বেড থেকেই ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন কবীর সুমন। সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরই সেরে উঠবো। চিন্তা করবেন না।’

কবীর সুমনসুমনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার ভক্তরা দুশ্চিন্তায় পড়ে গেছেন। নাগরিক জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলো যিনি শব্দ-সুরে সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন, সেই গানওয়ালা আরোগ্যালয়ের বিছানায় পড়ে থাকবেন, এটা যেন তারা মানতেই নারাজ। তাই ভক্তদের সান্ত্বনাস্বরূপ বার্তা দিয়েছেন শিল্পী।

উল্লেখ্য, ১৯৪৯ সালের ১৬ মার্চ ভারতের ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন কবীর সুমন। তার নাম ছিল মূলত সুমন চট্টোপাধ্যায়। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে কবীর সুমন নাম ধারণ করেন। তার প্রথম অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশ হয় ১৯৯২ সালে। এরপর আরও বহু অ্যালবাম ও গানে বাঙালির মনে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।