নীরবতা ভেঙে ক্ষোভ ঝাড়লেন শাবনূর

শাবনূরের দেশে ও সিনেমায় ফেরার বিষয়টি তার ভক্তদের মনে প্রশান্তি দিয়েছিল। ঘটা আয়োজনে তিনি নিজেও স্পষ্ট করে বলেছেন, সিনেমায় কাজ করতে চান। যেটার আনুষ্ঠানিক যাত্রা হিসেবে ‘রঙ্গনা’ নামের একটি ছবির মহরত করেন; ঘোষণা দেন আরও একটি ছবির।

এসব খবরে যখন উৎফুল্ল শাবনূরপ্রেমীরা, তখন হঠাৎ যেন চুপ হয়ে গেলেন নায়িকা। ঘোষিত ছবির শুটিংয়ের ব্যাপারেও কোনও খবর মিলছে না। এর মধ্যেই জানা গেলো, অস্ট্রেলিয়া ফিরে গেছেন শাবনূর। বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বলাবলি হচ্ছে, ঢাকঢোল পিটিয়ে সিনেমার ঘোষণা দিয়ে নীরবেই দেশ ছেড়েছেন নায়িকা।

সেই নীরবতা ভাঙলেন শাবনূর। সঙ্গে ক্ষোভের সুর। স্পষ্টত জানালেন, দেশে আসা, অস্ট্রেলিয়ায় ফেরা কোনও বিষয়ে হাঁকডাক দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি। শাবনূরের ভাষ্য, ‘আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর দেখে-শুনে মনে হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভুঁইফোড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি। কবে ফিরবো, সেটা জানেন না কেউ; চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা রঙ-ঢং মাখিয়ে আরও কত কিছু রটাচ্ছে! আশ্চর্যের ব্যাপার, এদের দেখাদেখি মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও মনগড়া খবর প্রকাশ করে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় যোগ দিয়েছে। আমার সাথে কথা না বলেই যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।’

অস্ট্রেলিয়ায় শাবনূরনিজের অবস্থান পরিষ্কার করে শাবনূর বলেন, ‘দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখানে স্কুলে পড়াশোনা করে। কোনও দরকার হলে বা লম্বা ছুটিতে দেশে ঘুরতে আসি; আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। তো আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে, কখন দেশে আসবো বা কখন দেশ ছাড়বো? এখানে গোপনে দেশ ত্যাগের কী আছে? আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই অস্ট্রেলিয়া চলে এসেছি। কিন্তু এত দিন পর মনে হয় কারও কারও ঘুম ভাঙলো!’

শাবনূর জানান, যে ছবির ঘোষণা দিয়েছেন, সেটার কাজ সময়মতো করবেন। তবে সেই সময় কবে, তা অবশ্য স্পষ্ট করেননি। তার ভাষ্য, ‘যে ছবির মহরত হয়েছে, সেটার শুটিং সময়মতোই হবে। আমার অস্ট্রেলিয়া ফিরে আসার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করবো, আপনারা কোনও গুজবে বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনও গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনও সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদের সময়মতো জানাবো।’

এই ক্ষোভ-বিভ্রান্তির প্রসঙ্গ শেষে বেইলি রোড ট্র্যাজেডি নিয়েও বার্তা দিয়েছেন নায়িকা। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শাবনূর।

মহরতে শাবনূরবলা দরকার, গত ১০ ফেব্রুয়ারি ‘রঙ্গনা’ ছবিটির মহরত হয়েছে। এটি পরিচালনা করবেন আরাফাত হোসাইন। সেই অনুষ্ঠানে একই নির্মাতা শাবনূরকে নিয়ে ‘এখনো ভালোবাসি’ নামে আরও একটি ছবি নির্মাণের ঘোষণাও দেন।