আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় ‘বাঘের দেশে বৈশাখ’

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়া নাজির হোসেনের একক পটচিত্র প্রদর্শনী। ‘বাঘের দেশে বৈশাখ’ শীর্ষক এই আয়োজনের উদ্বোধন হবে ২২ মার্চ বিকাল ৫টায়। চলবে ২ এপ্রিল পর্যন্ত।

লা গ্যালারি সূত্র জানায়, নাজির হোসেনের শিল্পকর্ম পটচিত্রে রয়েল বেঙ্গল টাইগারের বিভিন্ন রূপে দেখা যায়, যা বাংলা পৌরাণিক কাহিনির বিভিন্ন লোকজ উপাদানকে ধারণ করে। বাংলার বাঘ হলো বাংলাদেশের অদম্য চেতনার প্রতীক। কিন্তু শিল্পীর ছবিতে বাঘ কেবল একক আইকন হিসেবেই চিত্রিত হয়নি, সব ছবিতেই তার আলাদা গল্প রয়েছে। 

শিল্পীর ছবির ভাবনাটি হাস্যরসের সাথেও সম্পর্কিত। শিল্পীর বাঘ জমিতে হাল চাষ করে, একতারা-ঢাক-ঢোল বাজায়, রেলগাড়ি ও বিমান চালায়, সুখ-দুঃখ, আনন্দ-ভালোবাসায় বন্ধুর মতো মানুষের পাশে থাকে। শিল্পীর পটচিত্রে আরও স্থান পায় কামার, কুমার, জেলে, তাঁতি, বাউল, ফকির, মাঝি ইত্যাদি। 

পটচিত্রে রয়েল বেঙ্গল টাইগারআবহমান বাংলার সার্বজনীন উৎসব পয়লা বৈশাখ উপলক্ষ করে এই প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ। প্রদর্শনীটি ফ্রান্স, সুইজারল্যান্ড ও কানাডার সম্মিলিতভাবে আয়োজিত ‘ফ্রঁকোফোনি উৎসব ২০২৪’ উদযাপনের একটি অংশ।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে, সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।