‘বৃহন্নলা’ বিতর্ক

মুরাদকে মন্ত্রণালয়ের নোটিশ

মুরাদ পারভেজ
গল্প বিতর্কে ‘বৃহন্নলা’ ছবির পরিচালক ও প্রযোজক মুরাদ পারভেজকে শোকজ নোটিশ পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়।
২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ ছবির পাশাপাশি সেরা সংলাপ রচয়িতা ও কাহিনিকার হিসেবেও নির্বাচিত হন মুরাদ পারভেজ।
কিন্তু পুরস্কার ঘোষণার পরদিনই ছবিটির গল্প নিয়ে বিতর্কে সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, ছবিটি সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ‘গাছটি বলেছিল’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে। কিন্তু মুরাদ এর কাহিনিকার হিসেবে নিজের নাম পাঠিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে। ছবির টাইটেলেও তিনি এ দাবি করেছেন।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার্বিক) ও ভারপ্রাপ্ত সচিব মাহবুবুল আলম জানিয়েছেন, ‘এ ছবিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাই আপাতত আমরা শোকজ নোটিশ পাঠিয়েছি। তার কাছে বিষয়টি জানাতে চাওয়া হয়েছে। যদি কোনও ত্রুটি পাওয়া যায়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে, এ বিষয়ে নিয়ে মুরাদ পারভেজকে একাধিকাবার ফোন দিলেও তার মোবাইলটি বন্ধ যায়।
/এম/