উপকূলে ক্রমশ মুখ ভার করছে সমুদ্র। ঘূর্ণিঝড় হয়ে তা রবিবার (২৬ মে) নাগাদ আঘাত হানতে পারে এই ব-দ্বীপে। তার আগে সামুদ্রিক মুগ্ধতার ঢেউ নিয়ে আছড়ে পড়লো এক গান, শ্রোতাদের মনে। আর মুহূর্তেই সেটি জায়গা করে নিয়েছে আলোচনার টেবিলে, চর্চার কেন্দ্রস্থলে।
গানটির শিরোনাম ‘অবাক ভালোবাসা’। হ্যাঁ, দেশের নন্দিত ব্যান্ড ‘ওয়ারফেইজ’র কালজয়ী সেই গান। নতুন আয়োজনে ফিরলো, ফেরালো শ্রোতাদের মুগ্ধতার সৈকতে। শুধু তাই নয়, গানটির মূল স্রষ্টা বাবনা করিমও (এখন আর ব্যান্ডটির সঙ্গে যুক্ত নেই) এলেন, পুনরায় গাইলেন তার অমর গানটি। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডটির বর্তমান ভোকাল পলাশ নূর।
‘ওয়ারফেইজ’র চার দশক পূর্তি উপলক্ষে এই বিশেষ চমক হাজির করেছে কোক স্টুডিও বাংলা। চলমান তৃতীয় সিজনের তৃতীয় গান হিসেবে শনিবার (২৫ মে) সন্ধ্যায় ‘অবাক ভালোবাসা’ উন্মুক্ত করা হয়েছে। সাত মিনিট দৈর্ঘের গানটির ভিডিও নির্মাণেও মুগ্ধতার ছাপ পাওয়া গেলো। নীলাভ-রূপোলি আলোয় সাজানো সেট যেন কোনও সমুদ্রসৈকত; যেখানে আছড়ে পড়ছে ঢেউ, আকাশময় লক্ষ তারকার মেলা।
আচমকা এই চমক দিয়ে কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ বলেছে, ‘৪০ বছরে পা রাখলো আমাদের অসম্ভব ভালোবাসার ব্যান্ড ওয়ারফেইজ। আর এই অসাধারণ মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই আমরা নতুনভাবে নিয়ে এসেছি তাদেরই কালজয়ী সেই গান, যা প্রজন্মের পর প্রজন্মকে জড়িয়েছে অবাক এক ভালোবাসায়, মাতিয়েছে রিয়েল ম্যাজিকে।’
যদিও জানা কথা, তবু মনে করিয়ে দেওয়া, বরাবরের মতো কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজনায় আছেন সায়ান চৌধুরী অর্ণব। নতুন গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
‘অবাক ভালোবাসা’ উপভোগ করুন এখানে: