কান উৎসব ২০২৪

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বর্ণপাম জিতলো ক্রোয়েশিয়া

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বর্ণপাম জিতলো ক্রোয়েশিয়ার নেবোজা স্লিজেপসেভিক পরিচালিত ‘দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট’।

শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া উৎসবের সমাপনী আয়োজনে পুরস্কার বিতরণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং লা সিনেফ বিভাগের বিচারকদের প্রধান বেলজিয়ান অভিনেত্রী লুবনা আজাবাল। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে চলছে এই আয়োজন।