কান উৎসব ২০২৪

সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতলেন ফরাসি নারী

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরে সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতলো ফ্রান্সের কোরালি ফারজাঁ পরিচালিত ‘দ্য সাবস্ট্যান্স’। তিনিই এর চিত্রনাট্যকার। মূল প্রতিযোগিতা বিভাগে দর্শকদের ভূয়সী প্রশংসা পেয়েছে ছবিটি।

শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া উৎসবের সমাপনী আয়োজনে সেরা চিত্রনাট্যের পুরস্কার জয়ীর নাম ঘোষণা করেন বিচারক ফরাসি অভিনেত্রী এভা গ্রিন। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে চলছে এই আয়োজন।