রবার্ট পেটিনসনের নতুন পেশা

‘টোয়াইলাইট’ সিরিজ তারকা রবার্ট পেটিনসন কেবল অভিনয়েই নয়, বরং নতুন পেশা ফ্যাশন ডিজাইনার হিসেবেও নিজেকে তুলে ধরার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। সম্প্রতি এলি ম্যাগাজিনকে তিনি জানিয়েছেন, বাছাই করে পছন্দের ছবিতে অভিনয় করার পেছনে এটাই মূল কারণ। পেশাদারী কারণে তিনি ফ্যাশন ডিজাইনিং-এ বেশি সময় দিচ্ছেন, তাই স্বাভাবিকভাবেই অভিনয়ে সময় কম দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
রবার্ট বলেছেন, ‘গত দুই বছর ধরে আমি কাপড় তৈরির জন্য উদ্যোক্তা এবং কারিগরদের পেছনে প্রচুর সময় দিয়েছি। আর এরই মধ্যে কয়েকটি কাজ সম্পন্ন হয়েছে। আমি আমার এই কাজটাকে খুব ভালোবাসি।’
এদিকে অভিনয়ে তারকাখ্যাতি পাওয়ার আগে রবার্ট একজন পেশাদার মডেল ছিলেন। এজন্য তাকে চলতি সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাপড় পরতে হতো। তখন থেকেই কাপড় তৈরির প্রতি তার আগ্রহ গড়ে ওঠে। তিনি বলেন, ‘আমি যেসব শহরে যাই, সেখানেই আমার স্টাইল দ্বারা মানুষ প্রভাবিত হয়। আর এর পেছনে রয়েছে ফেব্রিকস এবং স্থানীয় দক্ষতা। লস অ্যাঞ্জেলসে ডেনিম এবং ওয়ার্কওয়্যারের সঙ্গে কাজ করাটা অনেক সহজ। ইংল্যান্ডে ওল এবং নিটওয়ারে কাজ করার ইচ্ছা রয়েছে আমার।’
সূত্র: হিন্দুস্তান টাইমস।
/এসএ/এমএম/