ক্যানসারের সঙ্গে তার লড়াই এক যুগেরও বেশি সময় ধরে। দেশ ও বিদেশে চলছিলো নিয়মিত চিকিৎসা। পাশাপাশি জিইয়ে রেখেছিলেন নিজের সৃষ্টিশীলতা। কিন্তু এর সবটুকু ছাপিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল এখন রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে; লাইফ সাপোর্টে।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শিল্পীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন জুয়েলের স্ত্রী সংগীতা আহমেদ। যিনি নিজেও একজন জনপ্রিয় সঞ্চালক ও সংবাদপাঠিকা।
বৃহস্পতিবার দিনগত রাতে (২৫ জুলাই) জুয়েলের শারীরিক অবস্থা সম্পর্কে সংগীতা আহমেদ জানান, অক্টোবর থেকে তাকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। এর মধ্যে সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
জুয়েলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছে তার পরিবার।
জানা গেছে, ২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি সংক্রমিত হয়।
সংগীতশিল্পী হিসেবে তিনি এখনও সর্বাধিক পরিচিত হলেও তার আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে।