তারেক মাসুদ উৎসব শুরু শিল্পকলায়

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ শনিবার (১২ মার্চ) থেকে দু’দিনব্যাপী তৃতীয় তারেক মাসুদ উৎসব শুরু হচ্ছে। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় উৎসবটি  অনুষ্ঠিত হবে।
মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত হবে তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার নির্বাচিত ১০টি চলচ্চিত্রের প্রদর্শনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রতি বছর সারা দেশ থেকে ১৬-২৫ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমি’র মহাপরিচালক লিয়াকাত আলী লাকী।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ছাড়াও এবারের আয়োজনেে আজ শনিবার সন্ধ্যা ৬ টায় একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (লিফট ৬) থাকছে ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা’। এবারের বিষয়: ‘হলিউডের প্রাচ্য দর্শন’। বক্তা হিসেবে থাকছেন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বীরেন দাশ শর্মা।
/এফএস/