‘বাংলাদেশের ছবিতে কাজ করাটা ব্যক্তিগত ইচ্ছে’

বুক খোলা শার্টের নিচে গেঞ্জি। কাঁধে ঝুলিয়েছেন ট্রাভেলিং ব্যাগ। এর মাঝেই কায়দা করে রেখেছেন মাফলার। মাথায় ক্যাপ সঙ্গে রোদচশমা। এ হচ্ছে সদ্যই ঢাকায় পা রাখা বলিউড অভিনেতা ইরফান খানের বেশভূষার সবিস্তার। ঠিক এভাবেই দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন তিনি। ভিআইপি লাউঞ্জের করিডোরে দাঁড়িয়ে খানিক উবাচেও মাতলেন এ তারকা। কথায় কথায় জানালেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব: নো বেড অব রোজেস’ নিয়ে পরিকল্পনা। 

 



ভিআইপি লাউঞ্জের করিডোরে ইরফান। ছবি: সাজ্জাদ হোসেনবাংলা ট্রিবিউন:
ঢাকা কেমন লাগছে?

ইরফান:
 ওহ্, বিউটিফুল। তবে এখনও তো সেভাবে দেখার সুযোগ হয়নি। সময় পেলে একটু ঘুরে দেখব।
ট্রিবিউন: নতুন ছবি, আপনার ব্যস্ততাও অনেক। কিন্তু একটু আগেই মনে হয় ঢাকায় চলে এলেন!
ইরফান: না, এটি ছবির কাজেই। বাংলাদেশি সংস্কৃতি জানতে চাই। এটা বলা যায় ছবির পূর্বপ্রস্তুতি।


ট্রিবিউন: এটা তো বাংলা ছবি। ভাষাটা শুনলাম রপ্ত করছেন?

ইরফান:
আমি এর আগে ছবির প্রয়োজনে দু’একটু বাংলা বলেছি। কিন্তু নতুন এ ছবিতে বাংলা সংলাপ অনেক। তাই বাংলা বলার চেষ্টা করছি। তবে কোথাও সেভাবে শিখিনি। আশা করি, আমার বাংলায় মুগ্ধ হবেন বাংলাদেশিরা...




ভিআইপি লাউঞ্জের করিডোরে ইরফান ও ফারুকী। ছবি: সাজ্জাদ হোসেনট্রিবিউন:
 যদি বলা হয়, বাংলাদেশের এ প্রজেক্টে আপনি সম্পৃক্ত কেন হলেন- তাহলে কী বলবেন?
ইরফান: না করে উপায় ছিল না (হাসি)। ডিরেক্টরের (ফারুকী) ছবিগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি।


ট্রিবিউন: ছবির সহ-প্রযোজক আপনি। এ বিষয়ে কেন আগ্রহী হলেন?
ইরফান: এতে ভালোলাগার একটা বিষয় আছে। তবে বলতে পারেন, এটা আমার ব্যক্তিগত ইচ্ছে।
ট্রিবিউন: বাংলাদেশের ছবি দেখেছেন?

ইরফান: খুব বেশি নয়। তবে যা দেখেছি, সেটাও মন্দ নয়!
ট্রিবিউন: মোস্তফা সরয়ার ফারুকীর কোন ছবি দেখেছেন?
ইরফান: পিঁপড়াবিদ্যা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও টেলিভিশন। এছাড়া নাটক কিছু দেখেছি। তার কাজ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।

ট্রিবিউন: আপনি তো হলিউডের মহারথী স্পিলবার্গের ছবির প্রস্তাব বাতিল করেছেন। কিন্তু বাংলাদেশের ছবিতে এলেন। এটা মুগ্ধতার জন্যই?

ইরফান: স্পিলবার্গের ছবি আমি বাতিল করিনি। আসলে সময় ও সুযোগ মিলেনি। আর ফারুকী আমাকে কনভিন্স করেছেন। তাই কাজ করছি। এমনকি প্রযোজনাও করছি।

ট্রিবিউন: এ ছবিতে আপনার বিপরীতে আছেন নুসরাত ইমরোজ তিশা। তার কাজ দেখেছেন? কেমন হবে বলে মনে হচ্ছে তার সঙ্গে অভিনয় করাটা?

ইরফান: তার কাজ দেখেছি। আর অভিনয় তো এখনও করিনি। তবে সেটা উপভোগ্যই হবে বলে মনে করছি।ভিআইপি লাউঞ্জের করিডোরে ইরফান। ছবি: সাজ্জাদ হোসেন

/এম/