পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের আয়োজনে বিশেষ চমক হিসেবে থাকছে আলোচিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাচ পরিবেশনা।
তিশা ছাড়াও একই আয়োজনে নাচবেন সাদিয়া ইসলাম মৌ আর শবনম বুবলী। জনপ্রিয় নয়টি গানের কোলাজের সঙ্গে তারা জমকালো নাচ পরিবেশন করবেন।
গানের আয়োজনে বড় চমক হয়ে থাকছেন রুনা লায়লার পরিবেশনা। তিনি শোনাবেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি। এছাড়া ইমরান ও কণার কণ্ঠে থাকছে ডুয়েট গান। অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করবেন সালমা, ঐশি ও গামছা পলাশ। বিভিন্ন হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরও থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা।