অস্কারজয়ী ইতালিয়ান নির্মাতা পাওলো সরেন্তিনো পরিচালিত ‘লা গ্রাৎসিয়া’ (গ্রেস) প্রদর্শনের মধ্য দিয়ে এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে। অফিসিয়াল ওয়েবসাইটে উদ্বোধনী ছবির নাম ঘোষণা করেছেন আয়োজকরা। এটি লড়বে মূল প্রতিযোগিতা বিভাগে।
‘লা গ্রাৎসিয়া’র গল্প-চিত্রনাট্য লিখেছেন পাওলো সরেন্তিনো নিজেই। ধারণা করা হচ্ছে, প্রয়াত ফরাসি পরিচালক-অভিনেতা ফ্রাঁসোয়া ত্রুফো যে ধাঁচের প্রেমের গল্প বলতেন বড় পর্দায়, তেমনই হবে ‘লা গ্রাৎসিয়া’। এতে অভিনয় করেছেন ইতালিয়ান অভিনেতা টনি সেরভিল্লো ও ইতালিয়ান অভিনেত্রী আনা ফেরজেত্তি।
২০১৪ সালে পাওলো সরেন্তিনোর ‘দ্য গ্রেট বিউটি’ সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছে। এর গল্প একজন বয়স্ক লেখককে কেন্দ্র করে, যিনি রোমের অলস ধনীদের মাঝে জীবনের অর্থ খুঁজে বেড়ান। কান উৎসবের নিয়মিত মুখ ৫৫ বছর বয়সী এই পরিচালকের আরেক বিখ্যাত ছবি ‘ইল ডিভো’ (২০০৮)।
এক বিবৃতিতে ভেনিস উৎসবের আর্টিস্টিক পরিচালক আলবের্তো বারবেরা বলেন, ‘ভেনিসের প্রতিযোগিতায় চার বছর পর পাওলো সরেন্তিনোর প্রত্যাবর্তন এমন একটি চলচ্চিত্র দিয়ে হচ্ছে, যেটি মৌলিকতা ও বর্তমান সময়ের সঙ্গে ভীষণ প্রাসঙ্গিকতার চিহ্ন রেখে যাবে।’
উৎসবটির ৮২তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে খ্যাতিমান আমেরিকান পরিচালক আলেকজান্ডার পেইন বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এবারের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হবে এ মাসের শেষ সপ্তাহে।
ভেনিস উৎসবে আজীবন সম্মাননা পাবেন খ্যাতিমান জার্মান পরিচালক ভেরনার হারজগ ও আলফ্রেড হিচককের মাস্টারপিস ‘ভার্টিগো’র (১৯৫৮) আমেরিকান অভিনেত্রী কিম নোভাক।