সেদিন আমি একাই কেঁদেছি: পারসা

বিগত কয়েক বছরে টেলিভিশন ধারাবাহিকের মধ্যে দর্শক পছন্দে এগিয়ে আছে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। এই ধারাবাহিকে একরাশ মুগ্ধতা ছড়িয়ে রেখেছেন সিরিজের ইভা চরিত্রটিকে প্রাণবন্ত করে তোলা অভিনেত্রী পারসা ইভানা। 

এখানে তিনি একজন নাচের শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। বাস্তবেও তিনি তাই।

তবে ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজনে পারসা ইভানা অভিনয় করেননি। কারণ, যুক্তরাষ্ট্রের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে অভিনয় শেখার সুযোগ পেয়ে অভিনেত্রী বর্তমানে সেখানে অবস্থান করছেন।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে অভিনয় না করার কারণসহ নিজের জীবনের নানা পরিকল্পনা নিয়ে কথা বলেছেন পরবাসী পারসা।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো এত জনপ্রিয় একটা ধারাবাহিকের নতুন সিজনে থাকতে না পারার আক্ষেপ ফুটে উঠেছে এই অভিনেত্রীর কণ্ঠে। পারসা ইভানাএ বিষয়ে পারসা বলেন, ‘‘ইভা চরিত্রটি আমার আত্মার কাছের। আমি আমার মধ্যে ইভাকে দেখতে পাই। এবারের ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আমি নেই, এতে অবশ্যই আমার খারাপ লাগা রয়েছে।’’

এরপর অনেকটা আবেগতাড়িত হয়েই তিনি বলেন, ‘আমার মনে আছে, যেদিন সংবাদ সম্মেলন হয়, সেদিন আমি একাই কেঁদেছি। খুব খারাপ লাগছিল, সবাই ছিল শুধু আমি ছিলাম না। তবে আমি তাদের জন্য খুশি। কোনও কিছুই কারও জন্য থেমে থাকে না। আমি চাই প্রতিটি টিম মেম্বার এগিয়ে যাক। মাঝে মাঝে অন্যদের ভালো দেখতেও অন্য রকম অনুভূতি হয়। সবার হয় কিনা জানি না, আমার ভালো লাগে।’

এই অভিনেত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে তিনি অভিনয় শিক্ষার পাশাপাশি ‘ড্যান্স সামার ইনটেনসিটি’ নামের একটি নাচের কোর্সও করছেন। সব ঠিক থাকলে আগস্টে দেশে ফিরবেন তিনি।

বলা প্রয়োজন, সম্প্রতি তাকে দেখা গেছে নিউ ইয়র্কে নির্মিত অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনে অভিনয় করতে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কাজের খবর নির্মাতা নিজেই জানিয়েছেন।

প্রথমবারের মতো অমিতাভ রেজার সঙ্গে কাজ করা নিয়ে পারসা বলেন, ‘অমিতাভ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ এটি, সেটিও দেশের বাইরে। এর আগে তার নির্দেশনায় কাজ করার সুযোগ হয়নি। এমন একজন বড়মাপের নির্মাতার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে।’পারসা ইভানাতাছাড়া তিনি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার ইচ্ছা পোষণ করে বলেন, ‘আমার মনে হয়, প্রত্যেক শিল্পীরই আন্তর্জাতিক পরিসরে কাজ করার পরিকল্পনা থাকা উচিত। একজন শিল্পীর জন্য কাজের কোনও সীমানা থাকা উচিত নয়। এর জন্য নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে হয়। যদি কখনও আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ পাই, অবশ্যই করবো।’

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ আরও কিছু নাটকে অভিনয় করে পারসা জয় করেছেন দর্শকের মন। পারসা অভিনয়ে জনপ্রিয় হলেও তিনি দারুণ মডার্ন ড্যান্সারও বটে।পারসা ইভানা