ন্যান্‌সিকে ইমরানের প্রশ্ন

‘আপনাকে কি তুমি করে বলতে পারি’

বয়স এবং ক্যারিয়ার বিবেচনায় ন্যান্‌সি বড়, ইমরান ছোট। সে হিসেবে সম্বোধনটাও দু’জনার মধ্যে তেমনই। তবে এবার সেই ধারায় পরিবর্তন আসতে যাচ্ছে। কারণ, ইমরান এরইমধ্যে ন্যান্‌সিকে আহ্বান করেছেন। বিনয়ের সুরেই ইমরান আহ্বান করেছেন, ‘আপনাকে কি তুমি করে বলতে পারি’!

ইমরান ও ন্যান্‌সি। ছবি: সাজ্জাদ হোসেন।এখানেই থামেননি চলতি প্রজন্মের অন্যতম জনপ্রিয় ইমরান মাহমুদুল। ন্যান্‌সির মৌনতা পেয়ে সঙ্গে আরও জুড়ে দিলেন এভাবে, ‘এক রিকশায় পাশাপাশি দুজনে কি চলতে পারি?’! অবশ্য এসব কাণ্ড বাস্তবে ঘটেনি। গানের দাবিতেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দুজনে।

স্নেহাশীষ ঘোষের লেখা সদ্য রেকর্ড হওয়া এমন কথার একটি গানে এভাবেই পাওয়া গেছে সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পীকে। যার সুর-সংগীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার। গানটি পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ পাচ্ছে। চলছে সেই প্রক্রিয়া। ‘আমরা আমরা-৩’ শিরোনামের অ্যালবামে স্থান পাচ্ছে এটি। গানের প্রথম কয়েকটি লাইন হলো- ‘আপনাকে কি একটিবার তুমি করে বলতে পারি/এক রিকশায় পাশাপাশি দুজনে কি চলতে পারি?’ 

ন্যান্‌সি। ছবি: সাজ্জাদ হোসেন।এদিকে ভিন্ন ধাঁচের এই গানটির মাধ্যমে টানা তিন বছর পর আবারও অডিও অ্যালবামে একসঙ্গে গাইলেন ন্যান্‌সি ও ইমরান।

গানটি প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, ‘গানের কথাগুলো একটু অন্যরকম। অনেক মজা করে গেয়েছি গানটি। আর ইমরানের সঙ্গে সম্প্রতি বেশ কয়েকটি প্লেব্যাকে গান করলেও দীর্ঘদিন কোনও অডিও অ্যালবামে গাওয় হয়নি। তবে নতুন এই গানটির ব্যাপারে আমি খুবই আশাবাদী।’

অন্যদিকে ইমরান বলেন, ‘একটু ভিন্নধর্মী কথার গান এটি। আমার কাছে খুব ভালো লেগেছে। বন্ধু অয়ন চাকলাদারও ভালো সুর করেছে। দীর্ঘদিন পর ন্যানসি আপুর সঙ্গে অডিওতে গাওয়া এই গানটি শ্রোতারা গ্রহণ করবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, এর আগে গত পহেলা বৈশাখে প্রকাশিত হয় ‘আমরা আমরা’ শিরোনামের অ্যালবাম। এরপর গত কোরবানি ঈদে প্রকাশিত হয় ‘আমরা আমরা-টু’। সেই ধারাবাহিকতায় এবার সিডি চয়েসে এর ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে ‘আমরা আমরা-থ্রি’।

ইমরান। ছবি: সাজ্জাদ হোসেন।/এমআই/এমএম/