যে কারণে ফেসবুকে নেই পড়শী!


পড়শী। ছবি- সাজ্জাদ হোসেনদেশের তারকা শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার কণ্ঠশিল্পী পড়শীর।

নিজের অ্যাকউন্ট, ফ্যান পেজ ও ব্যান্ডের পেজে সব মিলিয়ে তার ভক্তের সংখ্যা ৬০ লাখেরও বেশি! যেগুলোর সবই ফেসবুক স্বীকৃত।
অথচ প্রায় মাস খানেক হলো ফেসবুকে পাওয়া যাচ্ছে না তাকে। তার কোনও অ্যাকউন্টেই নেই পড়শী!  
পড়শী এখন দেশের বাইরে। তাই কেন তিনি ফেসবুকে নেই- বিষয়টি জানা গেলে তার বড় ভাই স্বাক্ষর এহসানের কাছে। তিনি নিজেও পড়শীর পেজগুলো দেখভাল করেন।
স্বাক্ষর বলেন, ‘কনসার্টের জন্য পড়শী এখন যুক্তরাষ্ট্রে আছে। অস্ট্রেলিয়া থেকে সরাসরি সেখানে সে গিয়েছে। সে ১২ এপ্রিল দেশে ফিরবে। দেশে টানা তিন দিন কনসার্টের কাজ করে আবার যাবে সুইজারল্যান্ড। সব মিলিয়ে বেশ ব্যস্ততায় দিন যাচ্ছে। আর আমিও কিছুটা ব্যস্ত। ব্যস্ততা কমলে পড়শী নিজেই আবার সক্রিয় হবে।’
তিনি জানালেন, ভক্তদের যোগাযোগের জন্য ভাইবার চ্যাট ও ইনস্টাগ্রামে আছেন পড়শী। আর পড়শীর ব্যস্ততা কমলে তিনিই তার ফেসবুক অ্যাকটিভ করবেন।
/এম/