ইউটিউব থেকে পুরস্কার পেলেন সালমান

বিশ্বের শীর্ষ ভিডিও ওয়েবসাইট ইউটিউব-এর বিশেষ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের অভিনয়শিল্পী-মডেল সালমান আল মুক্তাদির।


ইউটিউবে তার চ্যানেল ‘সালমান দ্য ব্রাউন ফিশ’-এর সাবস্ক্রিপশন এক লাখ পেরিয়েছে। তার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেলেন তিনি।

আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনির সান স্টুডিওতে ইউটিউব আয়োজিতি এক সম্মেলনে সালমানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারের নাম ‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’।

পুরস্কার পেয়ে সালমান তার ফেসবুকে লেখেন, ‌'এ পুরস্কার  বাংলাদেশিদের জন্য।'

‘ইউটিউবার সালমান’ নামে পরিচিত এই তরুণ নিয়মিত তিনি ও তার বন্ধুদের নিয়ে নানা বিষয়ের ভিডিও আপ করেন। এছাড়া তাকে নিয়মিত নাটক, বিজ্ঞাপনেও পাওয়া যায়।

/এমআই/এমএম/