দুই দিনব্যাপী বিষু উৎসব শুরু

বিষু উৎসব (ফাইল ছবি)

বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের কাছে বর্ষবরণ উৎসবের নাম ‘বিষু উৎসব’। প্রতিবছরেই মণিপুরি থিয়েটার বিষু উৎসবকে ঘিরে আয়োজন করে নানা অনুষ্ঠান।
এবছরও উৎসবকে ঘিরে এটি সাজিয়েছে দেশের অন্যতম এই নাট্যসংগঠনটি। ১৬ (আজ) ও ১৭ এপ্রিল এ উৎসব চলবে।মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুর থিয়েটারের নিজস্ব স্টুডিও, নাটমণ্ডপে বিষু উৎসবে ঘিরে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও মণিপুরিদের ঐতিহ্যবাহী নিকন খেলা।
ঢাকার ম্যাড থেটার আগামী ২ বৈশাখ (১৬ এপ্রিল) সন্ধ্যায় পরিবেশন করবে নাটক ‘নদ্দিউ নতিম’। কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বেনে এর নাট্যরূপ ও নির্দেশনায় দিয়েছেন আসাদুল ইসলাম। এতে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান সুবর্ণা ও মেঘদূত।
এরপর ৩ বৈশাখ (১৭ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মণিপুরিদের ঐতিহ্যবাহী নিকন। মধ্যরাত পর্যন্ত এ খেলা চলবে।


/এমআই/এম/