‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমা মুক্তির ১০ বছর পর আবারও মাধবনের সঙ্গে জুটিবেঁধে নতুন সিনেমায় কাজ করছেন কঙ্গনা রানৌত। ২৭ জানুয়ারি (সোমবার) ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা সিনেমার সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন। তবে সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।
কঙ্গনার সর্বশেষ সিনেমা ‘এমার্জেন্সি’ মুক্তি পেয়েছে সম্প্রতি। এরইমধ্যে তিনি নতুন সিনেমার কাজ শুরু করলেন। কঙ্গনা এবং মাধবন ভক্তরা সিনেমাটির জন্য মুখিয়ে আছেন। কারণ তারা একসঙ্গে কাজ করা মানেই ম্যাজিক্যাল কিছু ঘটা।
সূত্র: এনডি টিভি