সুপারহিট ‘ক্রিশ’ ফ্র্যাঞ্চাইজির ভক্তরা বেশ কিছুদিন ধরেই চতুর্থ কিস্তির জন্য অধীর হয়ে আছেন। মনে হচ্ছে, এবার তাদের অপেক্ষার অবসান হতে চলেছে।
রাকেশ রোশন সম্প্রতি হৃতিক রোশন অভিনীত সুপারহিরো সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার ইঙ্গিত দিলেন।
সম্প্রতি এএনআই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানান যে, শিগগিরই একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
তিনি বলেন, ‘হ্যাঁ, এটি এখন প্রায় প্রস্তুত। আমি দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা করবো।’
রাকেশ রোশন বলেন, ‘এমন দিন আসবে যখন আমাকে দায়িত্ব অর্পণ করতে হবে। আমি বিশ্বাস করি যখন আমার মনে হবে, কাজটি করার জন্য আমি পুরোপুরো প্রস্তুত, তখনই কাজটি করা উচিত।’
এরপর তিনি বলেন, ‘‘রাকেশ রোশন যদি ‘ক্রিশ ৪’ পরিচালনা করেন, তবে এটি যে ব্লকবাস্টার হবে এমন কোনও গ্যারান্টি নেই।’’
২০২৩ সালে পিঙ্কভিলার সঙ্গে এক সাক্ষাৎকারে রাকেশ রোশন বলেছিলেন যে, তিনি নিজের মনের ভেতর থেকে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ‘ক্রিশ ৪’ তৈরি করবেন না।
বলা দরকার, ‘ক্রিশ ৩’ মুক্তি পায় ২০১৩ সালে।
উল্লেখ্য, হৃতিক রোশনকে পরবর্তীতে ইউনিভার্স সিনেমা ‘ওয়ার ২’-তে দেখা যাবে। এতে তার সহ-অভিনেত্রী কিয়ারা আদভানি।
সূত্র: পিঙ্কভিলা