‘সিকান্দার’-এর ২৬ দৃশ্যে সংশোধন!

সালমান খান ফিরছেন আবারও নিজের পরিচিত ঢঙে। ঈদুল ফিতর তাই সালমান ভক্তদের জন্য বিশেষ। সবাই অপেক্ষা করছেন তার নতুন সিনেমা ‘সিকান্দার’-এর জন্য। তবে ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। কারণ এই সিনেমার ২৬টি দৃশ্যে দেওয়া হয়েছে সংশোধন সতর্কতা।

সিনেমাটি ২১ মার্চ (শুক্রবার) ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে ছাড়পত্র পেয়েছে। এটি পেয়েছে ১৩‍+ সনদ। তবে সিনেমা থেকে বেশ কিছু বিষয় কাটছাঁট করার পরামর্শ দিয়েছে বোর্ড। ‘সিকান্দার’ সিনেমায় রাশমিকা মান্দানা ও সালমান খান বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার যেখানে যেখানে ‘হোম মিনিস্টার’ শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখানে সার্টিফিকেশন বোর্ড ‘হোম’ শব্দটি মিউট করার নির্দেশ দিয়েছে।

সিনেমায় অনেক জায়গায় রাজনৈতিক দলের হোর্ডিং দেখানো হয়েছে। সেখানে রাজনৈতিক দলের হোর্ডিংয়ের দৃশ্য ঝাপসা করার নির্দেশ দিয়েছে।

সেন্সর সার্টিফিকেট অনুসারে এই সিনেমার রান টাইম ছিল ২ ঘন্টা ৩০ মিনিট ৮ সেকেন্ড। কাটছাঁটের পর এটির চূড়ান্ত দৈর্ঘ্য দাঁড়িয়েছ ২ ঘন্টা ১৫ মিনিট ৪৬ সেকেন্ড। ‘সিকান্দার’ সিনেমায় সালমান খান জানা গেছে, সিনেমার ২৬টি দৃশ্যে সংশোধন করা হয়েছে। এর মধ্যে ৪টি দৃশ্য ১ মিনিটেরও বেশি দৈর্ঘ্যের। এমনকি সিনেমায় ব্যবহৃত গান ‘আজিব দাস্তান হ্যায় ইয়ে’-এর ১১ সেকেন্ড বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই সিনেমার ১৪ মিনিট ২৮ সেকেন্ড বাদ দেওয়া হয়েছে।

বলা দরকার, এ আর মুরুগোদাস নির্মিত ‘সিকান্দার’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন রাহমিকা মান্দানা। সিনেমাটি মুক্তি পাবে ৩০ মার্চ।