২৫ বছর পর তারা আবার একসঙ্গে…

‘সাজন’ সিনেমায় তাদের অভিনয় এখনও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। ত্রিভুজ প্রেমের সেই সিনেমায় মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছিলেন দু’জন অভিনেতা, সঞ্জয় দত্ত এবং সালমান খান।  এই দুই অভিনেতা ২৫ বছর পর আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন।    

শনিবার (৯ মার্চ) আসন্ন সিনেমা ‘দ্য ভূতনি’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছিলেন সঞ্জয়। সেখানেই তিনি জানান, ‘ছোট ভাই’ সালমান খানের সঙ্গে কাজ করতে চলেছেন একটি সিনেমায়। অ্যাকশন ঘরানার এই সিনেমা দিয়ে দুই অভিনেতা একসঙ্গে ফিরতে চলেছেন ২৫ বছর পর। অভিনেতা আরও উল্লেখ করেছেন যে, এটি হবে অ্যাকশন এবং বিনোদনে পূর্ণ একটি সিনেমা।সালমান খান ও সঞ্জয় দত্তসঞ্জয় বলেন, “আপনারা ‘সাজন’ ‘চল মেরে ভাই’ সিনেমায় আমাদের একসঙ্গে দেখেছেন। এবার দেখবেন ‘তশান’। আমি এই সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ২৫ বছর পর আমার ছোট ভাই সালমানের সঙ্গে কাজ করতে যাচ্ছি! আমি খুব খুশি!।”

বলা হয়ে থাকে, সালমান এবং সঞ্জয় বলিউডের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তারা দু’জন একসঙ্গে রিয়েলিটি টেলিভিশন শো বিগ বসের ৫ম সিজনও উপস্থাপনা করেছেন।

এদিকে ৩০ মার্চ, ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণি রাশমিকা মান্দানা।

সূত্র: এনডি টিভি