সালমান খান, বলিউডের সুপারস্টারদের মধ্যে অন্যতম একজন। ৩৫ বছরেরও বেশি সময় ধরে বলিউডে নিজের দৃঢ় অবস্থান ধরে রেখেছেন।
২০১৫ সালে কবির খান নির্মিত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা বলিউডে সালমানকে শ্রেষ্ঠত্বকে আবারও প্রমাণ করেছিলো। এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রশংসিত সিনেমাগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয়। সিনেমাটি ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'হোলসাম এন্টারটেইনমেন্ট' প্রদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নিয়েছিলো।
এরপর ২০২৩ সালে জানা যায়, ‘ বজরঙ্গি ভাইজান ২’ নির্মিত হওয়ার বিষয়ে আলোচনা চলছে। সালমান খান এবং কেভি বিজয়েন্দ্র প্রসাদ ‘বজরঙ্গি ভাইজান ২’-এর নির্মাণ নিয়ে আলোচনা করেছেন বলেও খবর রটে। এর পরপরই, ‘আরআরআর’-এর লঞ্চের সময় সালমান নিশ্চিত করেছিলেন যে, এই সিনেমার জন্য আলোচনা চলছে।
সূত্রটি আরও জানায়, সালমান কয়েকদিন আগে ভি. বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা করেছেন। আলোচনা চলছে সিনেমাটি নিয়ে।
এবারের ‘বজরঙ্গি ভাইজান’ কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। এমনকি এটাও শোনা যাচ্ছে, ভি. বিজয়েন্দ্র প্রসাদ এবং কবির খান, দু’জন সম্মিলিতভাবে স্নেমাটি বানাবেন। তারমানে এই ‘ত্রয়ী’ একত্রিত হচ্ছেন। যদিও এখনও চূড়ান্ত কোন ঘোষণা আসেনি।
ভি. বিজয়েন্দ্র প্রসাদকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল চিত্রনাট্যকার হিসেবে বিবেচনা করা হয় এবং তিনিই একমাত্র লেখক, যিনি ভারতে একাধিক ব্লকবাস্টার সিনেমায় অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মাগাধীরা (২০০৯), বাহুবলী ফ্র্যাঞ্চাইজি (২০১৫-২০১৭), বজরঙ্গি ভাইজান (২০১৫), আরআরআর (২০২২)।
উল্লেখ্য, অনেকে ‘সিকান্দার’ সিনেমার মধ্য দিয়ে সালমান খানের বলিউড রাজত্বের শেষ দেখে ফেলেছেন। তবে সালমান ভক্তরা তা মানতে নারাজ। তারা বিশ্বাস করেন, সামনে নতুন কোন ব্লকবাস্টার সিনেমা দিয়ে আবারও দাপটের সঙ্গেই ফিরবেন সাল্লু ভাই। সেটা হতে পারে ‘বাজরাঙ্গি ভাইজান ২’ দিয়েই।
সূত্র: পিঙ্কভিলা