হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  

‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা’, ‘আমার বলার কিছু ছিল না’ কিংবা ‘আমি অবুঝের মতো’-এমন দারুণ সব কালজয়ী গানের কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা। এমনকি তিনি বাংলাদেশের চলচ্চিত্রেও গান গেয়েছেন। ফজল আহমেদ বেনাজীরের ‘প্রতিরোধ’ ছবিতে তার গাওয়া ‘ডাকে পাখি খোলো আঁখি’ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সেসময়।

তবে এবার বেশ দীর্ঘসময় পর এই কিংবদন্তী শিল্পী বাংলাদেশের গীতিকার-সুরকারের গানে কন্ঠ দিলেন।  

৪ এপ্রিল কলকাতার একটি স্টুডিওতে ‘স্মৃতির পেয়ালা’ শিরোনামের গানটিতে কন্ঠ দেন তিনি। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীত করেছেন নাজির মাহমুদ।

গানটি রেকর্ড করার পর বাংলাদেশের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি ভিডিও কলে বলেন, ‘বাংলাদেশের প্রতি আমার অগাধ ভালোবাসা। চার বছর আগে শেষবার বাংলাদেশে গিয়েছিলাম। আরেকবার যেতে চাই।‘

এরপর তিনি বলেন, ‘এই গানটির কথা ও সুর আমাকে মুগ্ধ করেছে। এখন তো আর নিয়মিত গাইতে পারি না। তবে প্রযোজক পলাশ দেবনাথের পাঠানো গানটির ডেমো শুনেই ভালো লাগল। অনেক দিন এমন কথা ও সুর পাইনি। তাই পলাশকে বললাম রেকর্ড করে নিতে। ভিডিওতেও আমি থাকব। গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

বলা প্রয়োজন, এটি প্রকাশিত হবে এসপিডি মিউজিক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।