যে আলোকচিত্র সেরা হলো কানে

স্মার্টফোন অন দ্য ভার্জ অব অ্যা নার্ভাস ব্রেকডাউন

পালে দে ফেস্তিভাল ভবনের তৃতীয় সংবাদ সম্মেলন কক্ষের দুপুর ১২টার ঘটনা। স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার তার নতুন ছবি ‘পেইন অ্যান্ড গ্লোরি’র প্রচারণায় স্বদেশি দুই তারকা আন্তোনিও বান্দেরাস ও পেনেলোপি ক্রুজকে নিয়ে এলেন। তারা চেয়ারে বসতেই সংবাদকর্মীরা স্মার্টফোনে ছবি ও ভিডিও তুলতে হামলে পড়েন বলা যায়।

ওই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রী ইলিয়ট শ্যালিয়ের। তিনি ছবিটির নাম রাখেন, ‘স্মার্টফোন অন দ্য ভার্জ অব অ্যা নার্ভাস ব্রেকডাউন’। এটাই এবারের উৎসবে আলোকচিত্রী সাংবাদিকদের তোলা ছবির মধ্যে সেরা নির্বাচিত হলো। 

উৎসবে প্রতিদিন বিভিন্ন আলোকচিত্রীর তোলা ছবিগুলোর মধ্য থেকে সেরা তিনটিকে বেছে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেগুলোর মধ্য থেকে সেরা আলোকচিত্রীর পুরস্কার পেলেন ইলিয়ট শ্যালিয়ের। ছবি বাছাইয়ে কাজ করেছেন বিভিন্ন সংবাদমাধ্যমের ছয় জন আলোকচিত্রী।

এবারই প্রথম কান উৎসবে অংশ নিচ্ছেন ইলিয়ট শ্যালিয়ের। তার জন্ম ১৯৯৪ সালে। বেলিজিয়ামের ব্রাসেলসে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ফ্রান্সের আরলেসে ন্যাশনাল স্কুল অব ফটোগ্রাফিতে এখন মাস্টার্স করছেন তিনি। 

*ফ্রান্সের সময়ের সঙ্গে বাংলাদেশের পাঠকদের চার ঘণ্টা যোগ করে নিতে হবে।