কে বর্ষ সেরা নায়ক: জানাবেন পূর্ণিমা

পূর্ণিমা২০১৫ সালের সেরা চলচ্চিত্র নায়ক কে? বছর শেষে এমন প্রশ্ন উঠতেই পারে। জানার আগ্রহেও ঘাটতি থাকার কথা নয়। আর সেটির উত্তর মিলবে চিত্রনায়িকা পূর্ণিমার কাছ থেকে। এমনটাই জানালেন তিনি।
বললেন, ‘‘এশিয়ান টিভির সাপ্তাহিক অনুষ্ঠান ‘মুভি বাজার’ এর দর্শক জরিপে ২০১৫ সালের সেরা অভিনেতার নাম ঘোষণার দায়িত্ব পড়েছে আমার ওপর। তাই নিজেকে বেশ সম্মানিত বোধ করছি।’’
অনুষ্ঠানটির পরিকল্পক-উপস্থাপক সৈকত সালাহউদ্দিন জানান, ‘মুভি বাজার’ এর ফেসবুক পেজ www.facebook.com/moviebazarbd- এ জরিপ চালানো হয় গেল বেশ কিছুদিন ধরে। দর্শকরা তাদের চোখে প্রিয় নায়কের ২০১৫ সালের কাজ উল্লেখ করে তার পক্ষে মতামত দেন। প্রাথমিক ভাবে শাকিব খান, আরিফিন শুভ ও বাপ্পী আছেন সেরাদের দৌড়ে। এই তিন সেরা থেকে জনমত জরিপের ভিত্তিতে ‘সেরা অভিনেতা ২০১৫’ এর নাম ঘোষণা করবেন পূর্ণিমা।

পাশাপাশি এ অনুষ্ঠানে পূর্ণিমা তার সিনেমার নায়কদের সম্পর্কে, নিজের ক্যারিয়ার ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেবেন অনুষ্ঠানে। ‘মুভি বাজার’ এর বিশেষ এ পর্বটি প্রচার হবে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বছরের শেষ দিন রাত ১০টায়। এটি প্রযোজনা করছেন নুরুল আলম তরিত।পূর্ণিমা ও সৈকত সালাহউদ্দিন

/এমএম/