টোকিওতে পুরস্কৃত ঢাকার ‘নীলপদ্ম’

নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল রুনা খান অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’র। চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় এটি। এবার টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি।

পুরস্কার প্রাপ্তির পর এই সিনেমার নির্মাতা তৌফিক এলাহি গণমাধ্যমকে বলেন, “টোকিও লিফট অব ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিলো। জুরিরা সিনেমাটিকে নানানভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম। কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটা ভাবিনি।”নীলপদ্ম’ সিনেমায় রুনা খানতিনি আরও বলেন, “নীলপদ্ম’ আমার গবেষণাধর্মী নির্মাণ। কর্তৃপক্ষ আমাকে ইমেইল যোগে আগেই বিষয়টি জানিয়েছেন কিন্তু ইমেইল চেক করতে দেরি হলো বলে বিষয়টি এখন জানাতে পারছি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এটি শুধু আমার একার প্রাপ্তি নয়, এই ছবির আর্টিস্ট, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।”

বলা প্রয়োজন, এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। ২০২৩ সালের জানুয়ারিতে ‘নীলপদ্ম’র শুটিং ইউনিটে ঢুকেছিলেন তিনি। সিনেমাটি নিয়ে এর আগে এই অভিনেত্রী বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘জানুয়ারির  দিকে, শীতের সময়। সেই প্রথম রাজবাড়ী জেলার বিখ্যাত দৌলতদিয়ায় যাই। টানা তিন দিন ছিলাম ওখানে। জীবনে প্রথম গেলাম সেখানে। নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। যে অভিজ্ঞতা মানুষ হিসেবে অসম্ভব সমৃদ্ধ ও সুন্দর।’নীলপদ্ম’ সিনেমার পোস্টারএটাও বলা প্রয়োজন, ‘নীলপদ্ম’ সিনেমায় রুনা খান ছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।

উল্লেখ্য, দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এটি বর্তমানে প্রদর্শিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।