একদিন আগেই (১ জুলাই) জয়া আহসানের জন্মদিন গেল। প্রিয় অভিনেত্রীর জন্মদিন বলে কথা, স্বাভাবিকভাবেই ভালোবাসার ঢেউ আছড়ে পড়েছে দুই বাংলার তীরে। এদিন সোশ্যাল মিডিয়া যেমন ছিল জয়াময়, তেমনি সরাসরি শুভেচ্ছাতেও ভেসে গেছেন এই অভিনেত্রী।
১৮ জুলাই মুক্তি পাচ্ছে জয়া অভিনীত এবং অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত সিনেমা ‘ডিয়ার মা’। সামনে যেহেতু সিনেমা মুক্তি, সেইসাথে প্রচারণা, সব মিলিয়ে অভিনেত্রী ওপার বাংলায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন, “আমি জন্মদিন নিজ থেকে কখনও উদযাপন করি না। বলা যায়, এই প্রথম আমার জন্মদিন ঘটা করে উদযাপন হচ্ছে। সবাই ভালোবাসা দেয়, শুভেচ্ছা জানায়, সেটা খুব ভালো লাগে, এটুকুই। তাছাড়া, কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে। তবে ‘ডিয়ার মা’ টিমের থেকে যে ভালোবাসা দেখালো, আমি সত্যিই আপ্লুত।”
জন্মদিনে উপহার পেয়েছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি একটি স্পিকার পেয়েছি, এক বন্ধু শাড়ি দিয়েছেন, এমনকি ‘ডিয়ার মা’ সিনেমায় আমার মেয়ের চরিত্রে যে অভিনয় করেছে, ও আমাকে একটা গাছ উপহার দিয়েছে। কারণ ও জানে, আমি গাছ খুব পছন্দ করি।”