মারা গেছেন কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর।
অভিনেত্রীর মৃত্যুর খবরটি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করে তার পরিবার।
জানা যায়, রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠে একটি হাসপাতালে তিনি মারা যান।
এই অভিনেত্রী ২০২৩ সালের অক্টোবরে বলেছিলেন যে, তিনি অ্যাড্রিনোকর্টিক্যাল কার্সিনোমায় ভুগছেন, যা অ্যাড্রিনাল গ্রন্থির একটি বিরল ক্যান্সার।
মাত্র ১৭ বছর বয়সে এমিলি দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত ‘রোসেত্তা’ সিনেমায় অভিনয় করেন।
মদ্যপ মায়ের সঙ্গে একটি ক্যারাভানে বসবাসকারী, এক কিশোরীর চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্রের জন্য ১৯৯৯ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত সিনেমাটি কানে স্বর্ণপামও জেতে। এরপর ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমা করেছেন এমিলি, বেশির ভাগই ফরাসি।
গত বছর কান উৎসবে হাজির হয়েছিলেন এমিলি। ২০২৪ সাল ছিল কানে তার পুরস্কার পাওয়ার ২৫তম বার্ষিকীও। এ ছাড়া উৎসবে তিনি ডিজাস্টার সিনেমা ‘সারভাইভার’-এর প্রচারেও অংশ নেন। এটাই ছিল প্রকাশ্যে তার সর্বশেষ উপস্থিতি।
সূত্র: জিবি নিউজ