নাগরিক পর্দায় সরাসরি পুরো সিরিজ

নানামাত্রিক নাটক আর অনুষ্ঠান দিয়ে ড্রয়িংরুম দর্শকদের প্রত্যাশা পূরণ করে চলেছে নাগরিক টিভি।

বোনাস হিসেবে প্রায়শই দর্শকদের চমকে দেয় নাগরিক কর্তৃপক্ষ। যার সর্বশেষ চমক ছিল বিশ্বকাপ ফুটবল আসর সরাসরি সম্প্রচার করার মাধ্যমে। এবার সেই চমকের তালিকায় যুক্ত হচ্ছে ক্রিকেট। করোনাকাল পেরিয়ে দেশে আয়োজিত প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজটি সরাসরি দেখাবে নাগরিক।

এই সিরিজে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যার প্রতিটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।

চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘বছরের শুরুতেই নাগরিকের সঙ্গে দর্শকরা আবারও মেতে উঠবেন ক্রিকেট আনন্দে। এটাই আমাদের মূল লক্ষ্য।’

২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এরপর ২২ জানুয়ারি মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। আর ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

২৮ থেকে ৩১ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে হবে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ। ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদে শুরু হবে প্রথম টেস্ট। এরপর মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি।

জানা গেছে, নাগরিক টিভি ছাড়াও সিরিজটি সম্প্রচার করবে টি-স্পোর্টস।