যুক্তরাষ্ট্রের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে অভিনয় শেখার সুযোগ পেয়ে অভিনেত্রী পারসা ইভানা বর্তমানে অবস্থান করছেন সেখানে। যিনি তার আগেই একরাশ মুগ্ধতা ছড়িয়ে রেখেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে ইভা চরিত্রে অভিনয় করে। সঙ্গে ফেসবুকে নিয়মিত প্রকাশিত তার ব্যক্তিগত উদ্যোগে নাচের ক্লিপগুলোও পেয়েছিল দারুণ জনপ্রিয়তা।
এরই মধ্যে নিউইয়র্কে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কাজের খবর নির্মাতা নিজেই জানিয়েছেন।
জানিয়েছেন, সেখানে তার সময়টা দারুণ কাটছে। বিশেষকরে প্রতিদিনই তিনি নতুন নতুন কিছু শিখছেন। তাছাড়া অভিনয়ের ক্লাসও উপভোগ করছেন তিনি।
এ বিষয়ে পারসা বলেন, ‘আসলে নতুন কিছু শেখাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। অভিনয়কে আরও জীবন্ত করে তুলতে নানা ধরনের ব্যায়াম ও কৌশল শিখছি। ক্লাস করতে ভালো লাগছে।’
আন্তর্জাতিক অঙ্গনে অভিনয়ের ইচ্ছে জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, প্রত্যেক শিল্পীরই আন্তর্জাতিক পরিসরে কাজ করার পরিকল্পনা থাকা উচিত। একজন শিল্পীর জন্য কাজের কোনো সীমানা থাকা উচিত নয়। এর জন্য নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে হয়। যদি কখনো আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ পাই, অবশ্যই করব।’
বলা প্রয়োজন, ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন। এ বিষয়ে পারসা ইভানা তখন গণমাধ্যমকে বলেছিলেন, ‘‘কিছু দিন আগে জুমে অডিশন দিয়েছি। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, ‘তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও।’ উত্তরে বললাম, ‘আমি কখনও অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই।’ এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, ‘তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছো’।’’