প্রতিবেশী দেশ ভারতের মোকাবেলায় নিজের প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটাবে পাকিস্তান। অত্যাধুনিক প্রযুক্তি অর্জনের মধ্য দিয়েই এটা করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ সোমবার এক বিবৃতিতে তার দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন।
ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগও প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, এতে করে এ অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বিনষ্ট হবে।
সারতাজ আজিজ বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে ভারত। ওয়াশিংটন মনে করে চীনকে ঠেকাতে শক্তিশালী ভারতের প্রয়োজন রয়েছে। এসব বিষয় পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে।
এর আগে রবিবার ভারতের উড়িষ্যা উপকূলে পরীক্ষামূলকভাবে সুপারসনিক (শব্দের চেয়ে দ্রুত) ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করা হয়। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)-এর পক্ষ থেকে এই মিসাইল উৎক্ষেপণের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, ৭.৫ মিটার দৈর্ঘ্যের সুপারসনিক ইন্টারসেপ্টর মিসাইলটি আদতে একটি রকেট প্রপেলড গাইডেড মিসাইল। এই মিসাইলের মধ্যে অত্যাধুনিক নেভিগেশন পদ্ধতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার, উচ্চক্ষমতাসম্পন্ন রেডার এবং একটি ইলেক্ট্রো-মেকানিক্যাল অ্যাক্টিভেটর। ভারতের এই সুপারসনিক ইন্টারসেপ্টর মিসাইল পরীক্ষার একদিনের মধ্যেই এ প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। সূত্র: ডন, টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/