নতুন নেতার নাম ঘোষণা করল তালেবান

আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুরের মৃত্যুর পর নতুন নেতা নির্বাচন করেছে সংগঠনটি। মোল্লা মনসুরের ঘনিষ্ঠ সহযোগী মোল্লা হাবিবুল্লাহ আখন্দজাদাকে নেতা নির্বাচন করা হয়েছে।

এই গাড়িতেই ছিলেন মোল্লা মনসুর

বুধবার (২৫ মে) তালেবানের পক্ষ থেকে সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় নেতারা এক বৈঠকে মিলিত হয়ে মোল্লা হাবিবুল্লাহ আখন্দজাদাকে নতুন নেতা নির্বাচন করেন। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকটি পাকিস্তানে অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, মোল্লা হাবিবুল্লাহ আখন্দজাদার সহযোগী হিসেবে সাবেক বিচার প্রধান সিরাজুদ্দিন হাক্কানি এবং সাবেক নেতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে নির্বাচিত করা হয়। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এসব কথা জানান।

ওই বিবৃতিতে মোল্লা মনসুরের নিহত হওয়ার কথাও নিশ্চিত করা হয়। শনিবার (২১ মে) আফগান সীমান্তের কাছে পাকিস্তানি ভূখণ্ডে মার্কিন ড্রোন হামলায় সাবেক শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর নিহত হন।এর আগে মনসুরের ঘনিষ্ঠ একজন সহচর তালেবানের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর অস্বীকার করেছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন:

সাইবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবে সুইফট
আইএস-এর ‘রাজধানী’ দখলে কুর্দি বাহিনীর অভিযান

বাংলাদেশে আটক ভারতীয় বালককে ফিরিয়ে নিতে তৎপর দিল্লি

/এসএ/বিএ/