আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল প্রত্যাখ্যান মার্কিন সিনেটের

বহুল আলোচিত আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল প্রত্যাখ্যান করেছে মার্কিন সিনেট। ২০ জুন ২০১৬ সোমবার সিনেটে এ বিষয়ে ভোটাভুটি হয়। সেখানে অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির সিনেটররা দু’টি করে মোট চারটি প্রস্তাব তোলেন। তবে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত সিনেটে উত্থাপিত চারটি প্রস্তাবের সবকটিই পর্যাপ্ত ভোটের অভাবে বাতিল হয়ে যায়।

সামান্য পার্থক্য থাকলেও প্রস্তাব চারটির লক্ষ্য ছিল আগ্নেয়াস্ত্র বিক্রির আগে বাধ্যতামূলক পরিচয় পরীক্ষা (ব্যাকগ্রাউন্ড চেক) এবং সন্ত্রাসী তালিকায় নাম আছে—এমন ব্যক্তির অস্ত্র ক্রয়ে নিষেধাজ্ঞা।

পর্যাপ্ত ভোটের অভাবে সিনেটে উত্থাপিত চারটি প্রস্তাবের সবকটিই বাতিল হয়ে যায়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে গণগুলিবর্ষণে শতাধিক ব্যক্তি হতাহত হওয়ার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে মার্কিন রাজনীতিকদের মধ্যে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছিল। ডেমোক্রেটিক সিনেটর প্যাট্রিক মার্ফি গত বৃহস্পতিবার সিনেটে একা ১৫ ঘণ্টা ধরে বক্তব্য দেওয়ার পর সিদ্ধান্ত হয়েছিল, চারটি ভিন্ন ভিন্ন প্রস্তাবের ওপর সিনেটে ভোটগ্রহণ হবে। এর মধ্যে দুটি প্রস্তাব ডেমোক্র্যাটদের, বাকি দুটি রিপাবলিকানদের। সে অনুযায়ী সোমবার চারটি প্রস্তাব উপস্থাপন করা হলে পর্যাপ্ত ভোটের অভাবে সবকটি প্রস্তাব বাতিল হয়ে যায়।

সিনেটে নিয়ম অনুসারে, কমপক্ষে ৬০টি ভোট পেলে তা বিবেচনার জন্য গৃহীত হতো। কিন্তু শেষ পর্যন্ত কোনও প্রস্তাবই প্রয়োজনীয়সংখ্যক ভোট সংগ্রহে সমর্থ হয়নি।

এই ব্যর্থতা সত্ত্বেও ডেমোক্র্যাটরা আশা করছেন, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে জোরালো ভূমিকা গ্রহণে ব্যর্থতা তারা আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ব্যবহার করবেন। ভোটের পরপর সিনেটে এক বিবৃতিতে প্যাট মার্ফি ঘোষণা করেন, এখন থেকে তার অবশিষ্ট সব শক্তি তিনি রিপাবলিকানদের পরাজয়ে ব্যবহার করবেন। তিনি বলেন, ‘আজ যারা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিরুদ্ধে ভোট দিলেন, আমার লক্ষ্য হবে তারা যাতে এই সিনেটকক্ষে আর ফিরে না আসতে পারেন, তা নিশ্চিত করা।’

/এমপি/