‘যুক্তরাষ্ট্রকে অভ্যুত্থানে গুলেনের ভূমিকার প্রমাণ দেওয়া হয়েছে’

বিনালি ইলদিরিম১৫ জুলাই-এর ব্যর্থ অভ্যুত্থানে গুলেন মুভমেন্ট-এর নেতা ফেতুল্লাহ গুলেনের ভূমিকা নিয়ে আবারও অভিযোগ তুলেছে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, গুলেনকে গ্রেফতারের জন্য অভ্যুত্থানে তার ভূমিকার প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার দলীয় এক সমাবেশের আগে পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তুর্কি প্রধানমন্ত্রী বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। এ সময় তিনি অভ্যুত্থান চক্রান্তকারীদের ঘৃণ্য ও কাপুরুষোচিত বলে মন্তব্য করেন।

ফেতুল্লাহ গুলেনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশের বাইরে থেকে একজন ধর্মীয় নেতা এ কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

বিনালি ইলদিরিম বলেন, জনগণের শক্তির চেয়ে ট্যাংকের শক্তি বেশি হতে পারে না। এই অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত সবাইকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।

এদিকে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর তুরস্কের শিক্ষা বিভাগের ১৫ হাজারের বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত কর্মকর্তারা ফেতুল্লাহ গুলেনের সমর্থক বলে জানা গেছে।

এদিকে গণতন্ত্র সমুন্নত রাখা এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা দেখাতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এর ব্যত্যয় ঘটলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো থেকে তুরস্কের সদস্যপদ ছিনিয়ে নেওয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘারিনি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: আল জাজিরা, বিবিসি, গার্ডিয়ান।

/এমপি/এএ/