লেবাননের অ্যাথলেটদের সমালোচনায় ইসরায়েল

অলিম্পিকের উদ্বোধনীতে টিম লেবানন।অলিম্পিক গেমসে লেবাননের অ্যাথলেটরা ইসরায়েলি অ্যাথলেটদের সঙ্গে একই বাসে উঠতে রাজি না হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েলি প্রতিনিধি দল। গেমসে অংশ নেওয়া ইসরায়েলি খেলোয়াড়রা এ ঘটনার সমালোচনা করেছেন। তারা বলছেন, এটা খেলার চেতনার পরিপন্থী।

ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ এ ঘটনাকে নিকৃষ্ট বর্ণবাদ হিসেবে আখ্যায়িত করেছেন।

অলিম্পিকে ইসরায়েলি প্রতিনিধি দলের প্রধান গিলি লাস্টিং বলেন, আয়োজকরা তাদের বাসটি নিয়ে মারাকানায় যেতে বলেছিলেন। শুধু লেবাননের বৈরীতার মুখে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়।

এক বিবৃতিতে গিলি লাস্টিং বলেন, আয়োজক কমিটি লেবাননের প্রতিনিধি দলের প্রধানের স্থূল আচরণ প্রত্যক্ষ করেছে। অবিলম্বে তারা আমাদের জন্য একটি আলাদা বাসের ব্যবস্থা করেছেন। লেবাননের প্রতিনিধি দলের প্রধানের আচরণ অলিম্পিক চার্টারের সঙ্গে স্ববিরোধী।

লেবানন ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। দুই দেশের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই।

লেবাননের প্রতিনিধি দলের প্রধান সালিম আল-হাজ নাকুলা বলেন, বাসটি লেবানিজ প্রতিনিধি দলের জন্য সং  রক্ষিত ছিল। ফলে সেখানে অন্যদের প্রবেশে বাধাদানের অধিকার তার রয়েছে।

সালিম আল-হাজ নাকুলা বলেন, ইসরায়েলি প্রতিনিধি দল ‘ঝামেলা খুঁজছিল’। গেমসে নিয়ে যেতে তাদের মনোনীত বাস ছিল। কেন তারা লেবানিজ প্রতিনিধি দলের বাসে উঠতে চাইছিল? ওই সমস্যা মিটেছে। আমরা এখানে শুধু খেলার জন্য এসেছি।

অলিম্পিকের উদ্বোধনীতে টিম ইসরায়েল।

শুক্রবার রিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে ইসরায়েলি ক্রীড়াবিদদের সঙ্গে এক বাসে ভাগাভাগি করে যেতে অস্বীকৃতি জানান গেমসে লেবাননের প্রতিনিধি দল।

শুক্রবার মারাকানা স্টেডিয়ামে যাওয়ার জন্য আগেই বাসে অপেক্ষা করছিলেন লেবাননের অ্যাথলেটরা। এরপর ইসরায়েলি অ্যাথলেটরা এসে বাসে উঠতে চাইলে লেবানন দলের প্রধান সেলিম আল-হাজ নাকুলা দরজা বন্ধ করে দিতে চান। তবে ইসরায়েলি অ্যাথলেটরা বাসে উঠার চেষ্টা করে।

ইসরায়েলি সেইলিং দলের সদস্য উডি গাল বলেন, লেবানিজরা আমাদের সঙ্গে যেতে অস্বীকার করলে তারা অন্য বাসে যেতে পারে জানিয়ে আমরা বাসে উঠতে চেয়েছিলাম।

সেলিম আল-হাজ নাকুলা বলেন, ইসরায়েলিরা জোরপূর্বক আমাদের বাস থেকে নামিয়ে দিতে চেষ্টা করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/