চীনা রাষ্ট্রদূতকে তলব জাপানের

 

পূর্ব চীন সাগরজাপানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে টোকিও। টানা পঞ্চম দিনের মতো পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে চীনা জাহাজের উপস্থিতি নজরে আসার পর মঙ্গলবার তাকে তলব করা হলো। শুক্রবারের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাকে ডেকে পাঠানো হলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা টোকিওতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেং ইয়ংহুয়াকে তলব করেছেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে চীনা রাষ্ট্রদূতকে তলবের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয় চীনা রাষ্ট্রদূতকে বলা হয়েছে যে, এমন পরিস্থিতিতে জাপান ও চীনের সম্পর্কের ক্রমশ অবনতি ঘটছে। চীনের একতরফা পদক্ষেপের কারণে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এটা জাপান মেনে নিতে পারে না।

এ দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জনমানবহীন এ দ্বীপপুঞ্জটি জাপানে সেনকাকু এবং চীনে দিয়াউ নামে পরিচিত।

জাপান কোস্টগার্ড মঙ্গলবার জানায়, তারা এ দ্বীপপুঞ্জের চারদিকে জাপানের জলসীমায় চীনের বিভিন্ন জাহাজের উপস্থিতি লক্ষ্য করেছে। জাপান কোস্ট গার্ড একদিন আগে এ দ্বীপপুঞ্জের কাছে চীনের কোস্টগার্ডের ১৫ টি জাহাজ দেখতে পায়।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা’র সঙ্গে মঙ্গলবারের বৈঠকের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীনা রাষ্ট্রদূত চেং ইয়ংহুয়া। তিনি বলেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন, এ দ্বীপপুঞ্জ চীনের অবিচ্ছেদ্য অংশ। তাই এখানকার পানিসীমায় চীনা জাহাজের কার্যক্রম পরিচালনা স্বাভাবিক বিষয়। এ সংক্রান্ত বিতর্ক আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স।

/এমপি/