বাংলাদেশি অভিবাসীবিরোধী সেই ব্রিটিশ এমপি ডানজুককে স্পেন পুলিশের জিজ্ঞাসাবাদ

সাইমন ডানজুকসাবেক স্ত্রী কারেন ডানজুকের সঙ্গে বিবাদের জেরে স্পেনে আটক হয়ে দুই রাত পুলিশি হেফাজতে কাটালেন বিতর্কিত ব্রিটিশ এমপি সাইমন ডানজুক। দুই রাত জিজ্ঞাসাবাদের পর অবশ্য কোনও অভিযোগ গঠন ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। এ সাইমন ডানজুকই গত মে মাসে স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস’-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটেনে বাংলাদেশিদের অভিবাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন। নতুন করে বাংলাদেশি আশ্রয়প্রার্থী ঠেকানোর বিষয়ে নজর দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন রোচডেল এলাকার এ এমপি।
বিবিসি জানায়, সাবেক স্ত্রী কারেনের সঙ্গে তীব্র বিবাদের জেরে সম্প্রতি ৪৯ বছর বয়সী ডানজুককে স্পেনের পুলিশ আটক করে। পরে তাকে আলিকান্তের পুলিশ সেলে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। স্প্যানিশ পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনও অভিযোগও গঠন করা হয়নি। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে। তবে ডানজুকের দল লেবার পার্টি থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।
গত ডিসেম্বরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে কামুক এসএমএস দেওয়ার কথা স্বীকার করার পর তাকে দল থেকে সাময়িক বরখাস্ত করেছিল ব্রিটিশ লেবার পার্টি।
গত ২৪ মে প্রকাশিত দ্য ডেইলি এক্সপ্রেসের ওই প্রতিবেদনে ডানজুক বলেছিলেন, ‘অতীতে মধ্যপন্থী মুসলিম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ক্রমেই জঙ্গিরা শক্তিশালী হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে আশ্রয়প্রার্থীরা ব্রিটেনে প্রবেশের চেষ্টা করবে।’ ২০১১ সালে প্রকাশিত আদমশুমারি অনুযায়ী ব্রিটেনে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক রয়েছে। নতুন করে আশ্রয়প্রার্থী ঠেকাতে ব্রিটিশ সরকারকে এখনই এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে সেসময় উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য সাইমন ডানজুক চলতি বছর বাংলাদেশে বিএনপির কাউন্সিলেও অংশ নিয়েছিলেন। রচডেল এলাকার লেবার দলীয় এই এমপি নানা কারণে বিতর্কিত। সাইমনের ৩৯ বছর বয়সী সাবেক স্ত্রী সোনিয়া তাকে একজন ‘যৌন শিকারী’ বলে অভিহিত করেছেন। এমপি থাকাকালে অন্যায়ভাবে সাইমন তার সন্তানদের জন্য লন্ডনে বাড়ি ভাড়া বাবদ ১১ হাজার পাউন্ড ভুয়া খরচ দেখিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরে তা ফেরত দিতে বলে ইন্ডিপেনডেন্ট পার্লামেন্ট স্ট্যান্ডার্ড অথরিটি। এমন বিতর্কিত এমপিকে নিজেদের কাউন্সিলে আমন্ত্রণ জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলো বিএনপি। সূত্র: বিবিসি

/এফইউ/