ট্রাম্পের ক্যাম্পেইন চেয়ারম্যানের পদত্যাগ

পল মানাফোর্টডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন চেয়ারম্যান পল মানাফোর্ট পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এ প্রার্থীর প্রচারণা শিবিরে অস্থিরতা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

১৯ আগস্ট শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন পল মানাফোর্ট। পরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন রিপাবলিকান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের বিবৃতিতে বলা হয়, পল মানাফোর্ট ক্যাম্পেইনে তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি পদত্যাগপত্র দিয়েছেন। সেটা গৃহীত হয়েছে। আমাদের আজকের এই অবস্থানে আসতে তিনি কাজ করেছেন। সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পল একজন সত্যিকারের পেশাদার মানুষ। আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করি।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের ঘটনা ঘটেছে। এর ফলে তখনও প্রচারণা টিম থেকে পল মানাফোর্টের সরে যেতে পারেন বলে অনেকে ধারণা করেছিলেন।

বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের পর অবশ্য ভিন্ন ব্যবস্থা নেন ট্রাম্প। তিনি পল মানাফোর্টের চেয়ারম্যান পদকে কার্যত নখদন্তহীন করে তোলেন। এজন্য নির্বাচনি প্রচারণা টিমে নতুন ব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

/এমপি/