কানাডার সশস্ত্রবাহিনীতে যৌন নিপীড়নের অভিযোগ বেড়েছে ২২ শতাংশ

কানাডার সশস্ত্রবাহিনীতে যৌন নিপীড়নের অভিযোগের পরিমাণ বেড়েছে ব্যাপকহারে। অভিযোগের এই হার গত বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। তবে একে ইতিবাচক হিসেবেই দেখছে দেশটির সামরিকবাহিনী।

সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল জোনাথন ভান্স

কানাডার সশস্ত্রবাহিনী তাদের নারী ও সমকামী সদস্যদের ওপর যৌন নিপীড়ন রুখতে ২০১৫ সালে ‘অপারেশন অনার’ একটি কার্যক্রম শুরু করে। ওই কার্যক্রমের আওতায় এক প্রতিবেদন সশস্ত্রবাহিনীতে যৌন নিপীড়ন বৃদ্ধির বিষয়টি সামনে এসেছে।  

পশ্চিমা দেশগুলোর সেনাবাহিনীতে সাম্প্রতিক সময়ে যৌন নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দফতর এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন সামরিকবাহিনীতে এখনও যৌন নিপীড়নের অভিযোগ খুব অল্পই নথিভুক্ত হয়।

কানাডার ওই প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম ছয় মাসে ১০৬টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। যা গত বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। ধরে নেওয়া হয়েছে, ছয় মাসে ১০৬টি অভিযোগ নথিভুক্ত হলে বছর শেষে তা দাঁড়াবে ২০১২টি অভিযোগে। আর ২০১৫ সালে এর পরিমাণ ছিল ১৭৪টি।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘যৌন নিপীড়নের অভিযোগ বৃদ্ধি পাওয়াটা খুবই ইতিবাচক। আর তা ইঙ্গিত দেয় যে, সশস্ত্রবাহিনীর সদস্যরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন।’  

২০১৫ সালে কানাডার সুপ্রিম কোর্টের এক সাবেক বিচারকের তদন্তে বেরিয়ে আসে সেখানকার সশস্ত্রবাহিনীতে চলমান পুরুষতান্ত্রিক সংস্কৃতি। তাতে দেখা যায়, পদস্থ কর্মকর্তারা অধস্তনদের ওপর যৌন তাদের সঙ্গে যৌন পরিচয়ের ভিত্তিতে একচোখে নীতি অবলম্বন করেন।

সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল জোনাথন ভান্স বলছেন, ‘এই ঘটনা প্রমাণ করে যে, অপারেশন অনার কাজ করছে।’ উপযুক্ত তদন্তের পর এখন পর্যন্ত অন্তত ৩০ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।   

সূত্র: রয়টার্স।

/এসএ/