হজ পালন করলেন সৌদির ব্রিটিশ রাষ্ট্রদূত

14348626_10207236183606140_208455314_n

সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সস্ত্রীক ইসলাম গ্রহণ করেছেন ২০১১ সালে। এবার হজব্রত পালন করেছেন সেই রাষ্ট্রদূত সিমন কলিন্স ও তার সিরীয় স্ত্রী মিসেস হুদা।

সৌদ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ফওজিয়া আলবাকর ওই ব্রিটিশ দম্পতির হজ পালনের ঐতিহ্যবাহী সাদা পোশাক পরা ছবি নিজের টুইটারে পোস্ট করেন ।    

এই পোস্টের সঙ্গে তিনি আরবিতে লেখেন, ‘রাজতন্ত্রের প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি ইসলাম গ্রহণ করেছেন ও হজব্রত পালন করেছেন। সিমন কলিন্স ও তার স্ত্রী মিসেস হুদা। সকল প্রশংসা আল্লাহর।’

ফওজিয়ার এই টুইটার পোস্টের উত্তরে তাকে ধন্যবাদ জানিয়েছেন কলিন্স। 

এদিকে সৌদি আরবের সংবাদমাধ্যম থেকে জানা যায়, এই রাষ্ট্রদূত ২০১১ সালেই ইসলাম ধর্মে দীক্ষিত হন।প্রায় ৩০ বছর মুসলিম সমাজে বসবাস করার পর হুদা আল-মুজারকেচকে বিয়ে করার আগে আগে তিনি ইসলাম গ্রহণ করেন।

উল্লেখ্য কলিন্স ২০১৫ সাল থেকে রিয়াদে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। এর আগে তিনি সিরিয়া, কাতার, ইউনাইটেড আরব আমিরাত ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের নানা দেশে দায়িত্ব কর্মসূত্রে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। 

ব্রিটিশ পররাষ্ট্র দফতর থেকে বিষয়টিকে ব্যক্তিগত উল্লেখ করে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়।

সূত্র: গার্ডিয়ান

/ইউআর/