জুলিয়ান অ্যাসাঞ্জের আটকাদেশ বহাল

julian-assange

উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আটকাদেশ বহাল রেখেছে সুইডেনের এক আপিল আদালত। একটি ধর্ষণের মামলায় বিচারাধীন রয়েছেন অ্যাসাঞ্জ। সুইডেনে দায়ের করা মামলাটির তদন্ত চলছে।

শুক্রবার ৪৫ বছর বয়েসী অস্ট্রেলিয়ান জুলিয়ানের মামলার রায় দেওয়া হয়। আটকাদেশ এড়াতে ২০১২ সাল থেকে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন জুলিয়ান।   

জুলিয়ান অ্যাসাঞ্জ অনেকবার এই ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।

তবে তিনি আপিলের দাবি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিম্ন আদালতের রায়ের প্রসঙ্গে উচ্চ আদালত জানিয়েছে, সুইডেনের আইনজীবীরা তদন্ত এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং দূতাবাসে গিয়ে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের আয়োজনও করা হচ্ছে।

সুইডিশ আইনজীবীদের হয়ে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবেন ইকুয়েডরের আইনজীবীরা।  

আদালতের রায়ে বলা হয়, ‘এই মুহূর্তে তার আটকাদেশ প্রত্যাহার করার কোন প্রয়োজন নেই। তার আবেদন খারিজ করা হলো।’

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/