যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তানে রুশ সামরিক বাহিনী

noname২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী পাকিস্তান ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া। এতে অংশ নিতে শুক্রবার পাকিস্তানে পৌঁছেছেন রুশ সামরিক বাহিনীর সদস্যরা। দুই দেশের মধ্যে এ ধরনের মহড়া এটিই প্রথম।

২৩ সেপ্টেম্বর শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর বিবৃতিতে রুশ বাহিনীর পাকিস্তানে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান ও রাশিয়ার এ যৌথ সামরিক মহড়া চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির আপত্তি অগ্রাহ্য করেই পাকিস্তানে এ যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া।

এ যৌথ সামরিক মহড়াকে পাকিস্তান ও রাশিয়ার মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়ন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ইন্ডিয়া লাইভ টুডে।

/এমপি/