আইএস প্রধান বাগদাদিকে হত্যার পরিকল্পনা হিলারির

হিলারি ক্লিনটনজঙ্গি সংগঠন আইএসকে থামানোর পরিকল্পনা করছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। জানা গেছে, আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে গ্রেফতার কিংবা হত্যা করা অগ্রাধিকার তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট প্রার্থীর। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হাতে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিজ্ঞতা কাজে লাগানো হবে। হিলারির নির্বাচনি প্রচারণা শিবির থেকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যমটি।

২০১৫ সালের গোড়ার দিক থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আইএসের বিরুদ্ধে বেশ তৎপর হয়ে উঠে। হিলারির পরিকল্পনাকে ওই তৎপরতার বিস্তৃতি বা যুক্তরাষ্ট্রের আইএস-বিরোধী লড়াইয়ের পথে একটি বৃহত্তর উদ্যোগ বলে মনে করা হচ্ছে। জঙ্গিদের হামলা প্রতিহত করতেই এমন চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

হিলারির নির্বাচনি প্রচারণা টিমের উপদেষ্টারা জানিয়েছেন, সন্ত্রাসী গ্রুপগুলোর বড় ধরনের আক্রমণ ঠেকাতেই এ পরিকল্পনা করা হচ্ছে। তবে নিজ থেকে যারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে তাদের শনাক্ত করা কঠিন।

পরিকল্পনা অনুযায়ী আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে গ্রেফতার কিংবা হত্যার উদ্দেশ্যে তার অনুসন্ধান প্রক্রিয়া জোরদার করা হবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যেভাবে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে সক্ষম হয়েছেন সেই অভিজ্ঞতাও মাথায় রাখা হবে। এক্ষেত্রে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হবে।

/এমপি/