‘পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন নরেন্দ্র মোদি’

নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুৎসা রটিয়ে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছে।সম্প্রতি কাশ্মির প্রসঙ্গে মোদি বলেছিলেন পাকিস্তান জঙ্গিবাদ রফতানি করে। পাকিস্তানের অভিযোগ, কাশ্মির থেকে বিশ্বের নজর সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এহেন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে বলা হয়, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে ভারতের নেতারা ক্রমাগত উত্তেজক বিবৃতি ও ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন। উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতাদের এমন দায়িত্বহীন আচরণ সত্যিই আফসোসের।’

পররাষ্ট্র দফতরের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে, ভারত মরীয়া হয়ে উঠেছে, বিশ্ববাসীর কাছ থেকে কাশ্মিরে সংঘটিত সহিংসতা আড়াল করে রাখার জন্যই এমনটা করছে ভারত।’

কাশ্মিরে নারী ও শিশুসহ নিরপরাধ ও নিরস্ত্র মানুষের বিরুদ্ধে চলমান সহিংসতার কথা উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

গত রবিবারের উড়ি হামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদি প্রকাশ্যে বলেন, ‘জঙ্গিরা জেনে রাখুক, ভারত কোনদিন উড়ি হামলার কথা ভুলে যাবে না।আমি পাকিস্তানের নেতাদের জানিয়ে দিতে চাই, আমাদের ১৮ জন জওয়ানের মৃত্যু বৃথা যেতে পারে না।’

এ সময় মোদি আরও বলেন, পাকিস্তান জঙ্গিবাদ রফতানি করে থাকে।   

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/