ধর্ষণ মামলায় ট্রাম্পের বিচার শুরুর দিনক্ষণ জানা যাবে ডিসেম্বরে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান শিশু ধর্ষণ মামলার প্রাক-বিচার সভার দিন নির্ধারণ করেছে আদালত। সোমবার (১০ অক্টোবর) নিউইয়র্কের ফেডারেল জজ রনি আব্রামসের আদালত আগামি ১৬ ডিসেম্বরকে ওই মামলার প্রাক বিচার সভার নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট খবরটি নিশ্চিত করেছে।

ডোনাল্ড ট্রাম্প

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মামলার তদন্ত কার্যক্রমের সবশেষ অবস্থা জানতে বিচারক আর আইনজীবীদের মধ্যে অনুষ্ঠিত সভাকেই প্রাক বিচার সভা বলা হয়। ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, আদালতের আদেশে ১৬ ডিসেম্বর ওই প্রাক-বিচার সভা করতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এই সভায় মামলার বিচার শুরুর তারিখ নির্ধারণ করা হয়ে থাকে। সে হিসেবে ওই ১৬ ডিসেম্বেরেই জানা যাবে, ঠিক করে থেকে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলার বিচার শুর হতে যাচ্ছে।

সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেন ৩৫ বছর বয়সী এক নারী। জেন ডো (ছদ্মনাম) নামের ওই নারীর অভিযোগ, ১৯৯৪ সালে তার বয়স যখন ১৩ বছর ছিল, তখন তাকে ধর্ষণ করেন ট্রাম্প। ট্রাম্প অন্তত চারটি পার্টিতে তার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করেছেন বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, চতুর্থবার বিছানায় বেঁধে তাকে ধর্ষণ করা হয়। অর্থ এবং মডেলিংয়ে সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে এসব পার্টিতে নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন এই নারী।

trump-case

ট্রাম্পের সঙ্গে মামলার আসামি হয়েছেন আরেক কোটিপতি জেফরি এপস্টেইন। তিনি ছিলেন এইসব পার্টির আয়োজক।

মামলায় সাক্ষ্য দিচ্ছেন টিফানি ডো নামের একজন ব্যক্তি, যিনি ট্রাম্প এবং এপস্টেইনের দ্বারা অভিযোকারীকে ধর্ষিত হতে দেখেছেন বলে দাবি করা হয়েছে।

অবশ্য ট্রাম্প শুরু থেকেই ধর্ষণের এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আইনজীবী অ্যালান গার্টেন বলেন, ‘বরাবরের মতো বলছি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার মক্কেলের সুনাম ক্ষুণ্ন করতেই এসব প্রচারণা চালানো হচ্ছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

গত রোববার টিভি বিতর্কের আগে আগে বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন নিগ্রহ ও ধর্ষণের অভিযোগকারী তিন নারী- পলা জোনস, জুয়ানিতা ব্রডরিক ও ক্যাথলিন উইলির সঙ্গে দেখা করেন ট্রাম্প। তবে এর পরপরই তার বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রাক বিচারিক শুনানির খবর পাওয়া যায়।

/বিএ/

আপ - /এসএ/