ভারতে সেতু ভেঙে পড়ার গুজব: পদপিষ্টে মৃতের সংখ্যা বেড়ে ২৪

সেতু ভেঙে পড়ার গুজবে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হলে এ দুর্ঘটনা ঘটেভারতের উত্তর প্রদেশের বারানাসিতে একটি ধর্মীয় জমায়েতে পদদলিতের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রয়াত ধর্মীয় গুরু জয় গুরুদেবের ভক্তদের ডাকে এক অনুষ্ঠানে যোগ দিতে এদিন বারানাসি ও চান্দাউলির মধ্যে রাজঘাট সেতুতে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। তারা মিছিল নিয়ে গুরুদেবের আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছিলেন। বেলা দেড়টা নাগাদ ওই সেতুর ওপরেই ধাক্কাধাক্কির জেরে ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ প্রধান জাভেদ আহমেদ জানান, প্রচণ্ড ভীড়ে শ্বাসজনিত সমস্যার কারণে প্রথমে একজন মারা যান। তখন খানিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর সেতু ভেঙে পড়ার গুজব উঠলে সবাই হুড়োহুড়ি শুরু করেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনিকভাবে ওই জমায়েতে চার হাজার মানুষ অংশ নেবে বলে ধারণা করা হলেও সেখানে ৫০ হাজারের মতো লোক যোগ দেয়। গুরুদেবের ভক্তদের দাবি, আরও বেশি লোকের সমাগম হতে পারে বলে তারা কর্তৃপক্ষকে আগেই সতর্ক করেছিলেন।
পুলিশ প্রধান জাভেদ আহমেদ বলেন, ‘ভীড়জনিত পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে কোনও ত্রুটি ছিল না কিনা তা আমরা খতিয়ে দেখছি। এক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মৃতদের পরিবারপিছু ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে নরেন্দ্র মোদি সরকার। আর উত্তর প্রদেশের সরকার থেকে পরিবারপিছু ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

/এফইউ/