লস অ্যাঞ্জেলেসের রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলা, নিহত ৩

লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। লস অ্যাঞ্জেলেস নগরীর পশ্চিমে অবস্থিত একটি শহরতলীর আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়।  

ঘটনার তদন্ত করছে পুলিশ

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই রেস্তোরাঁয় একটি পার্টি চলছিল। সেখানে কথা কাটাকাটির পর এক নারী ও এক পুরুষ সেখান থেকে চলে যান। তবে কিছুক্ষণ পর তারা আবার রেস্তোরাঁয় ফিরে আসলে শুরু হয় গোলাগুলি।

দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলা জানা গেছে।

মেয়র এরিক গারসেত্তি জানিয়েছেন, পুলিশের ওপর তার আস্থা রয়েছে যে, তারা ঘটনার কারণ খুঁজে বের করবেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এরিক বলেন, ‘এটি অহেতুক বন্দুক হামলার একটি দৃষ্টান্ত। যা আমাদের শহরে এবং দেশজুড়ে অসংখ্য মানুষের বেদনার কারণ।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে চলা এমন নির্মমতা আমরা মেনে নিতে পারি না।’

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে আহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার অবস্থা স্থিতিশীল হলেও কয়েকজনের আঘাত গুরুতর বলে উল্লেখ করা হয়।

পুলিশ বিভাগের সার্জেন্ট ফ্রাঙ্ক প্রেসিয়াডো জানিয়েছেন, তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।  

সূত্র: এপি।

/এসএ/