দুই নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে চীন

noname২০২২ সালের মধ্যে নতুন একটি মহাকাশ স্টেশন তৈরির প্রস্তুতি নিচ্ছে চীন। এজন্য মহাকাশ গবেষণার অংশ হিসেবে নতুন করে দুই নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে বেইজিং। মহাকাশে মানুষের বসবাসের সক্ষমতা যাচাইয়ের জন্য তাদের সেখানে পাঠানো হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ওই দুই নভোচারী হচ্ছেন ৪৯ বছরের জিং হাইপেং এবং ৩৭ বছরের চেন দং। এর মধ্যে জিং হাইপেং এর আগে দুইবার মহাকাশ ভ্রমণ করেছেন।

স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শেনজু-১১ মহাকাশযানে করে তারা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন। চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তাদের নিয়ে ছেড়ে যায় মহাকাশযানটি।

যাত্রার পর প্রথমে তারা তিয়াংগং-টু মহাকাশ স্টেশনে অবতরণ করবেন। সেখানে ৩০ দিন অবস্থান করবেন জিং হাইপেং এবং চেন দং। এ সময় তারা মহাকাশে মানুষের বসবাসের সক্ষমতা যাচাই করবেন।

এর আগে ২০১৩ সালের জুনে ১৫ দিনের অভিযান শেষে পৃথিবীতে ফেরেন চীনের তিন নভোচারী। শেনঝু-১০ মহাকাশযানে করে তারা সে যাত্রা সম্পন্ন করেন। পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করে চীন। সূত্র: বিবিসি, সিনহুয়া।

/এমপি/