আদিবাসী-বিক্ষোভের সংবাদ সংগ্রহ করে রোষানলে মার্কিন সাংবাদিক

অ্যামি গুডম্যানসম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে আমেরিকান আদিবাসীদের তেলের পাইপলাইনবিরোধী বিক্ষোভের সংবাদ ও ছবি সংগ্রহ করে রোষানলে পড়েন মার্কিন সাংবাদিক অ্যামি গুডম্যান। তার বিরুদ্ধে ‘দাঙ্গায়’ অংশগ্রহণের অভিযোগ আনে স্থানীয় কর্তৃপক্ষ। এবার, সেই অভিযোগ মোকাবেলা করতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিকল্প সংবাদমাধ্যম ডেমোক্র্যাসি নাউ-এর সাংবাদিক গুডম্যান। খুব শিগগিরই আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, নির্মাণাধীন ডাকোটা তেল পাইপলাইনটি চারটি অঙ্গরাজ্যজুড়ে বিস্তৃত থাকবে। তবে গত মাসে নর্থ ডাকোটায় কাজ চলার সময় নেটিভ আমেরিকানদের বিক্ষোভে তা স্থগিত হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, পাইপলাইনটি তাদের পবিত্র ভূমিকে অপবিত্র করবে এবং পরিবেশ নষ্ট হবে।
গত ৩ সেপ্টেম্বর নর্থ ডাকোটায় যখন পাইপলাইনবিরোধীরা বিক্ষোভ করছিলেন তখন তাদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেয় স্থানীয় কর্তৃপক্ষ। আর তখন ক্যামেরায় সে ঘটনার ভিডিও ধারণ করেন গুডম্যান। ওই ভিডিওতে দেখা যায়, পাইপলাইন কোম্পানির ভাড়া করা নিরাপত্তা রক্ষীরা কুকুর লেলিয়ে দিয়ে এবং পিপার স্প্রে ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। ভিডিওতে কুকুরের কামড়ে আহতদেরকে দেখা যায়।
রিপোর্টে অ্যামি গুডম্যান বলেন, ‘লোকজন দিগ্বিদিক ছুটছে। এখনও বুলডোজার চলছে। শক্ত হ্যাট পরা লোকদের দেখে তারা চিৎকার করছে। শক্ত হ্যাট পরাদের একজন এক বিক্ষোভকারীকে নিচে ছুড়ে ফেলে দিয়েছেন।’

গুডম্যান
অ্যামি গুডম্যানের করা সেই রিপোর্টটি ভাইরাল হয়ে পড়ে। এর পর পরই প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ আনেন। শুরুতে তার বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়। পরে দাঙ্গায় অংশগ্রহণের অভিযোগের মতো কঠোর অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। অ্যামি গুডম্যানের বিরুদ্ধে আনা দাঙ্গার অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ আছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ডিস্ট্রিক্ট জজ জন গ্রিনস্টেইনার।

নিজের অভিযোগের ব্যাপারে গুডম্যান বলেন, ‘আমি অনধিকার প্রবেশ করিনি। দাঙ্গায়ও লিপ্ত হইনি আমি। আমি সাংবাদিক হিসেবে আমার কাজ করছিলাম। বিক্ষোভরত নেটিভ আমেরিকানদের ওপর সহিংসতার খবর দিচ্ছিলাম আমি’।

চলতি মাসের শুরুতে ফেসবুকে নর্থ ডাকোটার বিক্ষোভের ভিডিও পোস্ট করায় মার্কিন অভিনেত্রী শাইলিন উডলিকে গ্রেফতার করা হয়। ওই তারকার পোস্ট করা ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ২৪ লাখ মানুষ দেখেছে। সূত্র: ইন্ডিপেনডেন্ট, বিবিসি

/এফইউ/বিএ/